বানিয়াচংয়ে যানবাহনে বেড়েছে এলইডি লাইটের ব্যবহার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলাজুড়ে সড়কগুলোতে অটোরিক্সা, টমটম, মটরসাইকেল থেকে শুরু করে সিএনজিসহ সব যানবাহনে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয় এক ধরনের সাদা আলোর লাইট, যা এলইডি বা হ্যালোজিন লাইট নামেই পরিচিত। রাতের বেলায় এই সাদা আলোর লাইট জ্বলার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকরা পড়ছেন বিভ্রান্তিতে। এতে অনেক সময়ই বড়ো ধরণের দুর্ঘটনা ঘটছে। চিকিৎসদের মতে, এলইডি লাইটের আলো রাতের বেলা সরাসরি চোখে পড়লে চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে পারে। বানিয়াচং সদরের অটোরিক্সা চালক জামাল হোসেন বলেন, অটোরিক্সার আসল হেডলাইট ব্যবহার হলে (চার্জ) খরচ বেশি হয়, হেডলাইটের বাল্ব নষ্ট হলে এলইডি হেডলাইট … Continue reading বানিয়াচংয়ে যানবাহনে বেড়েছে এলইডি লাইটের ব্যবহার